• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বিশ্বের জন্য বাংলাদেশ অনুসরণীয়: প্রিয়াঙ্কা

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাতে প্রিয়াঙ্কা চোপড়া

ছবি: পিআইডি

জাতীয়

বাংলাদেশের কাছে বিশ্বের শেখার আছে : প্রিয়াঙ্কা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ মে ২০১৮

মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ণের মুখে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ যেভাবে আশ্রয় দিয়েছে- বিশ্বের জন্য তা অনুসরণীয় বলে উল্লেখ করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, কীভাবে মানবতার পাশে দাঁড়াতে হয়, তা বাংলাদেশের কাছে বিশ্বের শেখার আছে। 

গণভবনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে প্রিয়াঙ্কা এ মন্তব্য করেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। 

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে চারদিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন প্রিয়াঙ্কা। উখিয়া ও টেকনাফে ১০টি শরণার্থী ক্যাম্প ঘুরে দেখে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা ক্যাম্পে তার অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, রোহিঙ্গারা বিপর্যয়ের মধ্যে আছে।  যারা কর্মক্ষম তাদের কাজ নেই।  ক্যাম্পের শিশুরা যে শিক্ষার যথাযথ সুযোগ পাচ্ছে না। যথাযথ শিক্ষার ব্যবস্থা না হলে এই শিশুরা চরমপন্থার দিকে ঝুঁকতে পারে।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, নৃশংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে মানবিক কারণে।

তিনি বলেন,শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে।  সেখানে তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থাও করা হচ্ছে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর একটি সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার।  ওই চুক্তি বাস্তবায়নে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার কথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads